সুপ্রিয় পহেলা বৈশাখ উদযাপনকারী ভাই বোনেরা,⇝
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা যারা রঙ বেরঙের দামী পোশাক গায়ে দিয়ে দামী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার প্ল্যান করতেছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা। দেখেন ভালো লাগে কিনা। ব্যথা লাগলে দু:খিত!
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা যারা রঙ বেরঙের দামী পোশাক গায়ে দিয়ে দামী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার প্ল্যান করতেছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা। দেখেন ভালো লাগে কিনা। ব্যথা লাগলে দু:খিত!
আমার মনে হয় পহেলা বৈশাখের মতো উপলক্ষে বাসায় পরিবারের সাথে অথবা বন্ধু কিংবা আত্মীয়ের বাসায় খাওয়াটাই বেস্ট! বড়জোর প্রাতিষ্ঠানিক কোনো আয়োজনে। দেশীয় ঐতিহ্য ধারণ করা অবশ্যই ভালো। কিন্তু সারা বছর খবর নাই, অথচ নতুন বছর উপলক্ষে চড়াদামে একদিনের বাঙালি হওয়াটা নিছক ন্যাকামী, ছ্যাবলামি এবং আঁতলামি নয় কি? দেশীয় ঐতিহ্য মানে দামী পোশাক আর দামী রেস্টুরেন্টে বসে দামী খাবার চাবানো না। দেশী ঐতিহ্য যদি ধারণ করতে চান, তাইলে দেশের সস্তা এবং আসল পোশাকই পরেন সাহস করে। যেটা আমাদের গ্রামের লোকেরাও ব্যবহার করে বা কেনার সামর্থ্য রাখে। হ্যা, আমি লুংগি পাঞ্জাবীর কথাই বলছি। কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না, ওদের দামী পোশাক পড়লে আপনি বাঙালি হয়ে যাবেন না। দয়া করে সেই ভাব গাম্ভীর্য্য অন্য উপলক্ষে মারায়েন। এবারের বৈশাখে সস্তা রেস্টুরেন্ট থেকে পেঁয়াজ মরিচ ডলা দিয়ে ভাত খেয়ে দেখেন পারলে। একদিনের হুজুগে বাঙাল জোকারগিরি বাদ দেন। দেখবেন, আত্মাটায় অনেক শান্তি লাগবে।